বাংলাদেশ অর্থনীতি সমিতি

সাময়িকী ২০১২ (১ম ও ২য় খন্ড)


সম্পাদকের নিবেদন

বাংলাদেশ অর্থনীতি সমিতির বহুকাঙ্খিত ১৮তম দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আমাদের স্মারক-শুভেচ্ছা বাংলাদেশ অর্থনীতি সমিতি সাময়িকী ২০১২ সম্মানিত সদস্য ও সুপ্রিয় পাঠকদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাময়িকী প্রকাশ আমাদের সমিতির কার্যনির্বাহক কমিটির অন্যতম প্রধান দায়িত্ব (গঠনতন্ত্র, ধারা খ২: উৎস ও লক্ষ্য)। সাময়িকী প্রকাশের কাজটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সমিতির কার্যনির্বাহক কমিটি একজন সম্পাদক এবং একটি সম্পাদকীয় পরিষদ নিযুক্ত করবেনÑ এটিও গঠনতান্ত্রিক নির্দেশ (ধারা চ১১: কার্যনির্বাহক কমিটি ও কর্মকর্তাদের কর্তব্য)। গণতান্ত্রিক বিধি-বিধানের প্রতি বর্তমান কার্যনির্বাহক কমিটির পূর্ণ আস্থার অন্যতম নিদর্শনই হল ‘বাংলাদেশ অর্থনীতি সমিতি সাময়িকী ২০১২’।

অর্থনীতিবিদদের পেশাগত দায়িত্ব পালনের সাথে সামাজিক দায়বদ্ধতা পালনের স্বচ্ছ সমন্বিত প্রয়াসের প্রতিফলনÑ এবারের বাংলাদেশ অর্থনীতি সমিতি সাময়িকী ২০১২। গত দু’টি দ্বিবার্ষিক সম্মেলনের মত এবারও একটি বৃহদায়তন ও বৈচিত্র্যসমৃদ্ধ সাময়িকী বাংলাদেশ অর্থনীতি সমিতি দুই খÐে প্রকাশ করলো। এবার সাময়িকীতে প্রবন্ধের সংখ্যা ৬০ টি এবং লেখকের সংখ্যা ৮৬ জন। প্রবন্ধের বিষয়ভিত্তিক বৈচিত্রও বেশি। যে কারণে সুসংবদ্ধভাবে উপস্থাপনের জন্য প্রবন্ধসমূহকে মোট ৯টি বৃহৎবর্গে শ্রেণীভুক্ত করা হয়েছে:
১. বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি
২. দারিদ্র : পরিমাপ ও বিমোচন
৩. খাদ্য নিরাপত্তা, কৃষি ও গ্রাম উন্নয়ন
৪. শিল্প ও বাণিজ্য
৫. শিক্ষা ও তথ্য-প্রযুক্তি
৬. জ্বালানী ও জলবায়ুু
৭. ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা
৮. আঞ্চলিক সেমিনার ও দ্বিবার্ষিক সম্মেলন: চট্রগ্রাম চ্যাপ্টার
৯. আঞ্চলিক সেমিনার: ময়মনসিংহ, রাজশাহী ও কুষ্টিয়া

সমিতির গত দুই বছরের কর্মকাÐের লিখিত প্রমাণাদি আছে এবারের সাময়িকীতে। যার মধ্যে অন্যতম সমিতি কর্তৃক প্রবর্তিত অর্থনীতি সমিতি স্বর্ণপদক ২০১০ প্রাপ্তদের পরিচিতি, দ্বিবার্ষিক সম্মেলনের (২০১০-১২) উপর বক্তব্য/প্রতিবেদন, সমিতির প্রাক্তন সভাপতি প্রায়ত অধ্যাপক মোজাফ্ফর আহমদ স্মরণে স্মরণসভার বিবরণ, সমিতির চট্টগ্রাম চ্যাপ্টারের কার্যক্রম, আঞ্চলিক সেমিনার (ময়মনসিংহ, রাজশাহী, কুষ্টিয়া), বিভিন্ন সংবাদ সম্মেলন, শোকবার্তা ও প্রেস বিজ্ঞপ্তি। এছাড়াও, সংযোজিত হলো বাংলাদেশ অর্থনীতি সমিতির ২০১০-২০১২ কার্যক্রমের নির্বাচিত ফটো-এ্যালবাম।

বাংলাদেশ অর্থনীতি সমিতি এ-দেশের মানুষের মুক্তি ও স্বাধীনতা-মধ্যস্থতাকারী মানব উন্নয়ন দর্শনে বিশ্বাসী এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ অর্থনীতিবিদদের সংগঠন হিসেবে পরিচিত। দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান নির্বাচিত কার্যনির্বাহক কমিটি এ দেশে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বয়নে তাদের সীমিত সাধ্যের মধ্যে কাজ করে চলেছে। এ কাজের স্বচ্ছ বহিঃপ্রকাশই বাংলাদেশ অর্থনীতি সমিতি সাময়িকী ২০১২। প্রকাশনার পরিসর বাড়লে ভুল-ক্রুটি বাড়ে। সবরকম সতর্কতা গ্রহণ করার পরও যদি এ সাময়িকীতে ত্রæটি-বিচ্যুতি থেকে থাকে তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি পাঠকবৃন্দ ভবিষ্যতে আরো উন্নত সাময়িকী প্রকাশে ইতিবাচক পরামর্শ দেবেন।

আমরা প্রত্যাশা করছি, “রূপকল্প ২০২১”Ñমুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির সময় ২০২১ সালে বাংলাদেশ হবে “অসা¤প্রদায়িক, প্রগতিশীল, উদার গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্রÑÑ বিনির্মাণে সম্মানিত সদস্য, আগ্রহী পাঠক ও কল্যাণকামী গবেষক-নাগরিকদের চিন্তা-চেতনার বিকাশে বর্তমান সাময়িকীর প্রবন্ধসমূহ সবিশেষ ভূমিকা রাখতে সমর্থ হবে।

প্রæফ দেখাসহ প্রকাশনা সংশ্লিষ্ট নানান জটিল ও কষ্টদায়ক কাজে সহায়তার জন্য অনেকের কাছে ঋণ স্বীকার করছি, যাদের মধ্যে অন্যতম সেলিম রেজা, মোজাম্মেল হক, আনিসুর রহমান ও রাজু আহমেদ। সেই সাথে আরো যাদের প্রতি ঋণ স্বীকার না করলেই নয় তারা হলেন, আগামী প্রেসের মুদ্রণ কর্মী এবং স্বত্ত¡াধিকারী শাহিন আহাম্মদ এবং প্রচ্ছদ ডিজাইনার সৈয়দ আসরারুল হক। এবারের সাময়িকী সুপ্রিয় পাঠক ও শুভার্থীদের মনোযোগ লাভে সক্ষম হলে আমাদের উদ্যোগ যথার্থ বলে মনে করবো।

সবাইকে আন্তরিক ধন্যবাদ।


অধ্যাপক তৌফিক আহমদ চৌধুরী
সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি সমিতি সাময়িকী ২০১২
এবং
সাধারণ সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি সমিতি

সাময়িকী ২০১২১ম ও ২য় খন্ড

Online Reading Link
  • Address: 4/C, Eskaton Garden Road, Dhaka-1000, Bangladesh
  • Mobile: +8801716418500
  • Telephone: +88 02 222225996
  • E-mail: bea.dhaka@gmail.com
  • Working Days/Hours: Saturday - Wednesday 10:00am to 6:00pm
    Thursday, Friday and Government Holidays Office Remain Closed