অর্থনীতি (কৃষি অর্থনীতিসহ) বিষয়ে নূন্যতম স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক অথবা অর্থনীতি বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীরা সমিতির আজীবন ও সাধারণ সদস্যপদ - এর জন্য আবেদন করতে পারবেন।
অর্থনীতি বিষয় ব্যতিত যেকোনো বিষয়ে নূন্যতম স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারীরা সহযোগী সদস্যপদ- এর জন্য আবেদন করতে পারবেন।
অর্থনীতি (কৃষি অর্থনীতিসহ) বিষয়ে চার বছর মেয়াদি কোর্সের শেষ বছরে অধ্যয়নরত ছাত্রছাত্রী সমতির ছাত্র সদস্যপদ- এর জন্য আবেদন করতে পারবে।
যেকোনো সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কার্যনির্বাহক কমিটির অনুমোদনক্রমে সমতির প্রাতিষ্ঠানিক সদস্যপদ- লাভ করতে পারবে।
সহযোগী, ছাত্র ও প্রাতিষ্ঠানিক সদস্য ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না ।
সদস্য ফিঃ আজীবন সদস্য- ২০০০/-, সাধারণ সদস্য- ২০০/-, সহযোগী সদস্য- ২০০/-, ছাত্র সদস্য- ২০০/- টাকা ।
সাধারণ, সহযোগী ও ছাত্র সদস্যদের প্রতিবছর নবায়ন ফি ১০০/- টাকা প্রদান করতে হবে।
আবেদনপত্রের সাথে পাসপোর্ট আঁকারের ছবি ও শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, স্ক্যানকৃত স্বাক্ষর এবং এনআইডি কপি সংযুক্ত করতে হবে।
কার্যনির্বাহক কমিটি কর্তৃক গঠিত সদস্য বাছাই সাব-কমিটির সুপারিশ ও কার্যনির্বাহক কমিটির অনুমোদন সাপেক্ষে সদস্যপদ লাভ করবেন।