বাংলাদেশ অর্থনীতি সমিতি
সাময়িকী ২০০৪
সম্পাদকীয়
“বাংলাদেশ অর্থনীতি সমিতি সাময়িকী” প্রকাশÑআমাদের সমিতির কার্যনির্বাহক কমিটির অন্যতম প্রধান দায়িত্ব (গঠনতন্ত্র, ধারা খ২: উৎস ও লক্ষ্য)। আর সাময়িকী প্রকাশের কাজটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সমিতির কার্যনির্বাহক কমিটি একজন সম্পাদক এবং একটি সম্পাদকীয় পরিষদ নিযুক্ত করবেনÑ এটাও গঠনতান্ত্রিক নির্দেশ (ধারা চ১১: কার্যনির্বাহক কমিটি ও কর্মকর্তাদের কর্তব্য)। গণতান্ত্রিক বিধি-বিধানের প্রতি বর্তমান কার্যনির্বাহক কমিটির পূর্ণ আস্থা ও শ্রদ্ধার অন্যতম নিদর্শনই হল বাংলাদেশ অর্থনীতি সমিতি সাময়িকী-২০০৪।
এবারের মত এত বৃহদায়তন সাময়িকী বাংলাদেশ অর্থনীতি সমিতির ইতিহাসে বিরল। গতবারের সাময়িকী ২০০২-এর তুলনায় এবারের সাময়িকী ২০০৪-এর কিছু ব্যতিক্রম উলেখ করা প্রয়োজন। গতবারের সাময়িকীতে মোট প্রবন্ধের সংখ্যা ছিল ১৫-টি আর এবারে ৩৭-টি অর্থাৎ ১৪৭% বৃদ্ধি। গতবারের সাময়িকীতে ১৫-টি প্রবন্ধের ১৩-টিই (৮৭%) ছিল বাংলায় রচিত, আর এবারে ৩৭-টি প্রবন্ধের মধ্যে ১৬-টি বাংলা ভাষায় রচিত (৪৩%)। গতবারের সাময়িকীতে প্রবন্ধ রচয়িতার মোট সংখ্যা ছিল ২১ জন, এবারে ৪৭ জন। এবার গতবারের তুলনায় প্রবন্ধের বিষয়ভিত্তিক বৈচিত্র্যও বেশী। গতবারের সাময়িকীর বড় অংশ জুড়ে ছিল শিক্ষা, বৈদেশিক ঋণ-অনুদান, গ্যাস-বন্দর-বিদ্যুৎ আর বাজেট সংশ্লিষ্ট বিষয়াদি। আর এবারে এত বেশী বিষয়-বৈচিত্র্য যে শেষ পর্যন্ত প্রবন্ধসমূহকে সুসংবদ্ধভাবে উপস্থাপনের জন্য মোট ৬-টি বৃহৎবর্গে শ্রেণীভুক্ত করা হয়েছে:
(১) রাজনৈতিক অর্থনীতি
(২) দারিদ্র্য, দারিদ্র্যদূরীকরণ, দুর্নীতি, সুশাসন
(৩) বাজেট, বিনিয়োগ, আর্থিক নীতি-বাজার, মুদ্রা নীতি-বাজার
(৪) অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানব উন্নয়ন, সামাজিক পুঁজি
(৫) প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, টেকশই উন্নয়ন এবং
(৬) বিশ্বায়ন, আন্তর্জাতিক ও আঞ্চলিক অর্থনীতি, বৈদেশিক ঋণ-অনুদান।
সুতরাং সবকিছু মিলে গতবারের তুলনায় এবারের সাময়িকীতে বেড়েছে প্রবন্ধের সংখ্যা; বেড়েছে প্রবন্ধ রচয়িতার সংখ্যা; বেড়েছে বাংলা ও ইংরেজী উভয় ভাষায় রচিত প্রবন্ধের সংখ্যা; আনুপাতিক হারে বেড়েছে ইংরেজী ভাষায় রচিত প্রবন্ধের সংখ্যা; আর অবশ্যই বেড়েছে বিষয়-বৈচিত্র্য। বলা হয়ে থাকে সংখ্যা বৃদ্ধি না’কি মান-এর উপর প্রভাব ফেলে। মান বিচারের এ দায়িত্ব পাঠকের।
গত দু’বছরে বিশ্বায়নের ডামাডোল, ইরাকে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের আগ্রাসন, দারিদ্র্য হ্রাসের কথামালা, রাজনৈতিক অস্থিরতা, বিভিন্নতর দায়মুক্তি, দুর্বৃত্তায়ন-সন্ত্রাস, দুর্নীতিতে শীর্ষস্থান বজায় রাখার অনড় অবস্থান, বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ বৃদ্ধি, বি-শিল্পায়ন, গ্যাসের রাজনীতি, উৎপাদনশীল বিনিয়োগে অনীহা, বন্যা, মঙ্গা, মূল্যবৃদ্ধি, শ্রমজীবীসহ স্বল্প আয়ের মানুষের দুর্দশা, গ্রাম-শহরে কাজের অভাব, যুব-দারিদ্র্য্র্র্র্র, নগরায়নের নামে বস্তিয়ায়ন, ঢাকা শহরের সৌন্দর্য চর্চা বৃদ্ধির প্রয়াসÑ এসবের মধ্যে দিয়েই আমাদের ‘অগ্রগতি’। এ দেশের মানুষের মুক্তি ও স্বাধীনতা-মধ্যস্থতাকারী মানব উন্নয়ন দর্শনে বিশ্বাসী এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ অর্থনীতিবিদদের সমিতি হিসেবে পরিচিত বাংলাদেশ অর্থনীতি সমিতির বর্তমান নির্বাচিত কার্যনির্বাহক কমিটির দায়িত্ব গ্রহণের পর থেকে গত দু’বছরে এ দেশে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বয়নে আমাদের সীমিত সাধ্যের আংশিক বহিঃপ্রকাশই বাংলাদেশ অর্থনীতি সমিতি সাময়িকী-২০০৪। ভুল-ক্রুটি থাকবে। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।
অধ্যাপক আবুল বারকাত
সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি সমিতি সাময়িকী ২০০৪
এবং
সাধারণ সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি সমিতি