বাংলাদেশ অর্থনীতি সমিতি
সাময়িকী ২০০২
সম্পাদকীয়
২১ শতাব্দীতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার বহু রঙিন কথামালা শুরু হয়েছে ইতোমধ্যে। একসময় যারা আমাদের ‘তলাবিহীন ঝুড়ি’ উপাধি দিয়ে তামাশা করেছে তারাই আজ যেচে পড়ে আমাদের বোঝাতে চাইছে যে, বাংলাদেশের মানুষের সামনে স্বর্ণালী দিন; সাড়ে তের কোটি মানুষের দারিদ্র্য বিমোচনের জন্যে বাংলাদেশের মানুষকে খুব একটা বেগ পেতে হবে না; আন্তর্জাতিক বিনিয়োগ জায়েন্টদের পরিকল্পনা মতো চললে বাংলাদেশ অচিরেই দক্ষিণ এশিয়ায় রয়েল বেঙ্গল টাইগার হয়ে উঠবে। এসব নিয়ে আমাদের বিশ্বাস-অবিশ্বাসে মাত্র-ভিন্নতা আছে। কেননা পুঁজি, বিনিয়োগ ও প্রযুক্তির ক্ষমতা সম্পর্কে সবাই জ্ঞাত। সেইসাথে বাজার অর্থনীতির বাস্তব পরিণতি ইতোপূর্বে সকল ক্ষেত্রে সুখকর হয়নি। আর অনিয়ন্ত্রিত বাজার অর্থনীতি খপ্পরে পড়ে বহুদেশ তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছে। সেইসাথে আছে বিশ্বায়ন। অবস্থাটা সব মিলে এমন যে, স্বাধীনতা-মধ্যস্থতাকারী মানব উন্নয়ন ত্বরান্বিত হয়নি। যেখানে নিশ্চিত হবার কথা অর্থনৈতিক সুযোগ, সামাজিক সুবিধাদি, রাজনৈতিক স্বাধীনতা, স্বচ্ছতার গ্যারান্টি ও সুরক্ষার নিশ্চিয়তা।
এমন এক প্রেক্ষাপটে বাংলাদেশ অর্থনীতি সমিতিও একই সময় ক্ষেত্রে মানব উন্নয়নের চলমান যুদ্ধে অংশ নিতে বাধ্য হয়েছে। টেকসই মানব উন্নয়ন ত্বরান্বিত করে মানব-বৈষম্য ও দারিদ্র্য বিমোচনের পথযাত্রায় আমাদের অর্থনীতিবিদদের সামর্থ্য ও শ্রম তুলে ধরাই ছিল সাময়িকী প্রকাশের উদ্দেশ্য। বর্তমান কার্যকরী পরিষদ দায়িত্ব গ্রহণের পর থেকে (গত প্রায় দু’বছর) জুন ২০০২ পর্যন্ত সেই প্রয়াসের আংশিক প্রতিফলন ‘বাংলাদেশ অর্থনীতি সমিতি সাময়িকী ২০০২’। সংশ্লিষ্টদেরকে আন্তরিক ধন্যবাদ।