বাংলাদেশ অর্থনীতি সমিতি
সাময়িকী ২০১০ (১ম ও ২য় খন্ড)
সম্পাদকের নিবেদন
বাংলাদেশ অর্থনীতি সমিতির বহুকাঙ্খিত ১৭তম দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আমাদের স্মারক-শুভেচ্ছা বাংলাদেশ অর্থনীতি সমিতি সাময়িকী ২০১০ সম্মানিত সদস্য ও সুপ্রিয় পাঠকদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সাময়িকী প্রকাশ আমাদের সমিতির কার্যনির্বাহক কমিটির অন্যতম প্রধান দায়িত্ব (গঠনতন্ত্র, ধারা খ২: উৎস ও লক্ষ্য)। সাময়িকী প্রকাশের কাজটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সমিতির কার্যনির্বাহক কমিটি একজন সম্পাদক এবং একটি সম্পাদকীয় পরিষদ নিযুক্ত করবেনÑ এটাও গঠনতান্ত্রিক নির্দেশ (ধারা চ১১: কার্যনির্বাহক কমিটি ও কর্মকর্তাদের কর্তব্য)। গণতান্ত্রিক বিধি-বিধানের প্রতি বর্তমান কার্যনির্বাহক কমিটির পূর্ণ আস্থার অন্যতম নিদর্শনই হল ‘বাংলাদেশ অর্থনীতি সমিতি সাময়িকী ২০১০’।
অর্থনীতিবিদদের পেশাগত দায়িত্ব পালনের সাথে সামাজিক দায়বদ্ধতা পালনের স্বচ্ছ সমন্বিত প্রয়াসের প্রতিফলনÑ এবারের বাংলাদেশ অর্থনীতি সমিতি সাময়িকী ২০১০। এবারের মত এত বৃহদায়তান ও বৈচিত্র্যসমৃদ্ধ সাময়িকী বাংলাদেশ অর্থনীতি সমিতির ইতিহাসে বিরল। বাংলাদেশ অর্থনীতি সমিতির ইতিহাসে দ্বিতীয় বারের মতো দুই খন্ডে সাময়িকী প্রকাশিত হলো। এবার সাময়িকীতে প্রবন্ধের সংখ্যা ৫৪টি এবং লেখকের সংখ্যা ৫৬ জন। প্রবন্ধের বিষয়ভিত্তিক বৈচিত্রও বেশি। যে কারণে সুসংবদ্ধভাবে উপস্থাপনের জন্য প্রবন্ধসমূহকে মোট ১২টি বৃহৎবর্গে শ্রেণীভুক্ত করা হয়েছে:
(১) দারিদ্র ও দারিদ্র উচ্ছেদ
(২) খাদ্য ও খাদ্য নিরাপত্তা
(৩) দ্রব্যমূল্য
(৪) নারী
(৫) ব্যাংক, ঋণ, পুঁজি বাজার ও সংশ্লিষ্ট
(৬) পাট
(৭) বাজেট ও সংশ্লিষ্ট
(৮) গ্যাস-তেল-কয়লা, জ্বালানী ও বিদ্যুৎ
(৯) প্রবাসীদের প্রেরিত অর্থ
(১০) সমবায়, কর্মসংস্থান ও সংশ্লিষ্ট
(১১) সংস্কার ও জনঅংশগ্রহণ
(১২) উন্নয়ন সংশ্লিষ্ট অন্যান্য।
সমিতির গত তিন বছরের কর্মকান্ডের লিখিত প্রমাণাদি আছে এবারের সাময়িকীতে। যার মধ্যে অন্যতম সমিতি কর্তৃক প্রবর্তিত অর্থনীতি সমিতি স্বর্ণপদক ২০০৭ প্রাপ্তদের পরিচিতি, জাতীয় সংসদ নির্বাচন ২০০৮-এ নির্বাচিত অর্থনীতি সমিতির সদস্যদের সম্মাননা প্রদান ও পরিচিতি, কৃতি অর্থনীতিবিদ ও সদস্য যাঁরা রাষ্ট্রীয় পুরস্কারে ভ‚ষিত হয়েছেন এবং বর্তমান গণতান্ত্রিক সরকারের বিভিন্ন উচ্চপদে গৌরবময় দায়িত্ব পেয়েছেন তাঁদের পরিচিত, সমিতির নিজস্ব ভবন নির্মাণকাজ সমাপ্তকরণ, সমিতির চট্টগ্রাম চ্যাপ্টারের কার্যক্রম, আঞ্চলিক সেমিনার (ময়মনসিংহ, রাজশাহী, কুষ্টিয়া) বিভিন্ন সংবাদ সম্মেলন, শোকবার্তা ও প্রেস বিজ্ঞপ্তি। এছাড়াও, সংযোজিত হলো বাংলাদেশ অর্থনীতি সমিতির ২০০৭-২০১০ কার্যক্রমের নির্বাচিত ফটো-এ্যালবাম।
বাংলাদেশ অর্থনীতি সমিতি এ-দেশের মানুষের মুক্তি ও স্বাধীনতা-মধ্যস্থতাকারী মানব উন্নয়ন দর্শনে বিশ্বাসী এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ অর্থনীতিবিদদের সমিতি হিসেবে পরিচিত। দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান নির্বাচিত কার্যনির্বাহক কমিটি এ-দেশে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বয়নে তাদের সীমিত সাধ্যের মধ্যে কাজ করে চলেছে। এ কাজের স্বচ্ছ বহিঃপ্রকাশই বাংলাদেশ অর্থনীতি সমিতি সাময়িকী ২০১০। প্রকাশনার পরিসর বাড়লে ভুল-ক্রটি বাড়ে। সবরকম সতর্কতা গ্রহণ করার পরও যদি এ সাময়িকীতে ত্রæটি-বিচ্যুতি থেকে থাকে তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি পাঠকবৃন্দ ভবিষ্যতে আরো উন্নত সাময়িকী প্রকাশে ইতিবাচক পরামর্শ দেবেন।
আমরা প্রত্যাশা করছি, “রূপকল্প ২০২১”Ñমুক্তিযুদ্ধে ৫০ বছর পূর্তির সময় ২০২১ সালে বাংলাদেশ হবে “অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উদার গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র-বিনির্মাণে সম্মানিত সদস্য, আগ্রহী পাঠক ও কল্যাণকামী গবেষক-নাগরিকদের চিন্ত-চেতনা বিকাশে বর্তমান সাময়িকীর প্রবন্ধসমূহ সবিশেষ ভ‚মিকা রাখতে সমর্থ হবে।
প্রæফ দেখাসহ প্রকাশনা সংশ্লিষ্ট নানান জটিল ও কষ্টদায়ক কাজে সহায়তার জন্য অনেকের কাছে ঋণ স্বীকার করছি, যাদের মধ্যে অন্যতম সেলিম রেজা, মোজাম্মেল হক, আনিসুর রহমান ও রাজু আহমেদ। সেই সাথে আরো যাদের প্রতি ঋণ স্বীকার না করলেই নয় তারা হলেন, আগামী প্রেসের মুদ্রণ কর্মী এবং স্বত্ত¡াধিকারী শাহীন আহাম্মদ এবং প্রচ্ছদ ডিজাইনার সৈয়দ এসরারুল হক। এবারের সাময়িকী সুপ্রিয় পাঠক ও শুভার্থীদের মনোযোগ লাভে সক্ষম হলে আমাদের উদ্যোগ যর্থাথ বলে মনে করবো।
সবাইকে আন্তরিক ধন্যবাদ।
অধ্যাপক আবুল বারকাত
সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি সমিতি সাময়িকী ২০১০
এবং
সাধারণ সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি সমিতি