প্রিয় সুধী,
সালাম ও শুভেচ্ছা নেবেন।
বাংলাদেশ অর্থনীতি সমিতি আগামী ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে বাংলাদেশ অর্থনীতি সমিতির অডিটরিয়ামে (৪/সি, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা) “বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০২৩-২৪: বৈষম্য নিরসনে জনগণতান্ত্রিক বাজেট” শীর্ষক সংবাদ সম্মেলন আয়োজন করেছে। উক্ত সংবাদ সম্মেলনে বিকল্প বাজেট উত্থাপন করবেন অধ্যাপক ড. আবুল বারকাত─সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি। সূচনা বক্তব্য প্রদান করবেন অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম─সাধারণ সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি সমিতি।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আয়োজনে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহক কমিটির নেতৃবৃন্দ ও সাড়ে চার হাজার সদস্য ছাড়াও সংযুক্ত থাকবেন দেশের ৬৪টি জেলা, ১৩৫টি উপজেলা ও ৪৫টি ইউনিয়ন-এর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাবিদ, প্রকৌশলী, আইনজ্ঞ, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, মানবাধিকার কর্মী, পরিবেশবিদ, উন্নয়ন ও সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী, কৃষক-শ্রমিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার প্রতিনিধি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অর্থনীতিবিদেরা এই আয়োজনে সংযুক্ত থাকবেন।
জুম লিংক: https://us02web.zoom.us/j/89319691825?pwd=Nm5yT1R1ZUFBYUFrVTc0UkJvMndNUT09 জুম আইডি: Meeting ID: 893 1969 1825 এবং Passcode: 2023-এর মাধ্যমে অনুষ্ঠানে আপনি সংযুক্ত হতে পারবেন। এছাড়া সমিতির ওয়েবসাইট (www.bea-bd.org), ইউটিউব (www.youtube.com/channel/UCRk8DMZmzPV7ljlqF2354LQ) ফেসবুক পেস(https://www.facebook.com/bdeconomicassociation)-এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।
এই আয়োজনে জুমে আপনার সংযুক্তি শোভন-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রয়াসকে বেগবান করবে বলে আমাদের বিশ্বাস।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদান্তে,
(অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম)
সাধারণ সম্পাদক